রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান (৫৫)কে সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল ২৫শে মার্চ দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শওকত হাসান সদর উপজেলার আলাদীপুর এলাকার মৃত আজাহার আলী শেখের ছেলে। তিনি রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি ও আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০শে আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, কাজী ইরাদত আলীর ছেলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রকিবুল হাসান শান্তনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামী করা হয়।
গত ১৮ই জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। বিকেলে এজাহারনামীয় আসামীরা তাদের সঙ্গীদের সঙ্গে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ ও গুলি করে। এতে সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার ও রিয়াজসহ অসংখ্য আন্দোলনকারী আহত হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, রাজিব মোল্লার দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে জেলা যুবলীগের সভাপতি শওকত হাসানকে দুপুর আড়াইটার দিকে আলাদীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।