ঢাকা মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
কালুখালী উপজেলায় ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-২৬ ১৮:৫৯:৩৯

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৬শে মার্চ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে।
 দিবসের শুরুতে কালুখালী থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল পৌনে ৯টায় উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ও কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতনসহ উপজেলার অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
 এরপর সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 
 পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ শেষে উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  
 কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে এতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কাজী শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 সংবর্ধনা অনুষ্ঠান শেষে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরুল কায়েস। 
 এছাড়াও সন্ধ্যা থেকে উপজেলার গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা ও রাতে হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার সরবরাহের মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়।

 

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মহাসড়কে অবৈধ যানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত
লটারীর মাধ্যমে পাংশা পৌরসভার  ওএমএস কর্মসূচির ডিলার নির্বাচন
বালিয়াকান্দির নবাবপুরে ৩টি ছাগল হত্যা॥৪টি গরু চুরি॥থানায় অভিযোগ
সর্বশেষ সংবাদ