ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
বালিয়াকান্দি উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৩-২৭ ১৯:৪৩:০৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
 এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। সকাল ৮টায় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্স, বিএনপিসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।
 এরপর সকাল ৯টায় বালিয়াকান্দি মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়।
 দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারী বিভিন্ন দপ্তরের ভবন আলোকসজ্জা করা হয়। এছাড়াও সুবিধা সময়ে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

 

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন নদেশ পরিচালিত হোক বিএনপি তা চায়না---মিন্টু
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল
পাংশা শহরে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ