ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
গোয়ালন্দে হতদরিদ্রের মাঝে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৩-২৭ ১৯:৪৩:২৯

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন। 
 এ উপলক্ষে গতকাল ২৭শে মার্চ গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে ফাউন্ডেশনের পক্ষ হতে উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকা হতে বাছাইকৃত ৮’শ নারী পুরুষের মাঝে নতুন শাড়ী-লুঙ্গী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
 বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন। 
 ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোঃ আয়নাল আহসানের সঞ্চালনায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আবু রাসেল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম ও হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সেলিম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
 বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল- জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি পোলার চাউল, ১প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, মাসকালাই ডাল, গুড়ো দুধ, শাড়ী ও লুঙ্গি। 
 এ প্রসঙ্গে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন জানান, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের নামে প্রতিষ্ঠিত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টিসহ নানা বিষয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারের ঈদে উপজেলার সমস্ত এলাকা হতে বাছাইকৃত ৮’শ নারী-পুরুষের মধ্যে নতুন পোশাক ও খাদ্য সহায়তা দেয়া হলো। ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবকের আন্তরিক প্রচেষ্টায় এ কাজটি সুষ্ঠভাবে বাস্তবায়িত হচ্ছে। তারা উপজেলার বিভিন্ন পয়েন্টে গিয়ে এ মালামালগুলো বিতরণ করছেন। এর আগে রোজার মধ্যে সাহরী ও ইফতারিতে যাতে কষ্ট না হয় সে জন্য একইভাবে কয়েক’শ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছিল।
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের কাজটি অত্যন্ত মহতি। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে তাদের মতো অন্যান্য সামর্র্থ্যবানদেরকেও এ ধরণের কাজে এগিয়ে আসার আহবান জানাই। 

 

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন নদেশ পরিচালিত হোক বিএনপি তা চায়না---মিন্টু
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল
পাংশা শহরে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ