রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে জাদিদ এগ্রো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে গতকাল ২৮শে মার্চ ইউনিয়নের ৩০০ শতাধিক মানুষকে ঈদ উপহার হিসেবে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার বিতরণের আগে জাদিদ এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এবং চেম্বার অব কমার্সের পরিচালক যায়েদ আল কাউসার, শহীদওহাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম সফিউদ্দিন আহম্মেদ কাশেম ও জাদিদ এগ্রো ইন্ডাস্ট্রিজের অপারেশন ম্যানেজার মাসুদ পারভেজ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় মীর মুতাহার হোসেন মামুন, জাদিদ এগ্রো ইন্ডাস্ট্রিজের চায়না স্টাফ হু সহ ইন্ডাষ্ট্রিজের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার বিতরণে বক্তারা বলেন, আজ আপনাদের সাথে ঈদের আনন্দ যাতে ভাগাভাগি করতে পারি তার জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ উপহার ও নগদ অর্থ ব্যবস্থা করেছি। আমাদের জন্য দোয়া করবেন যাতে কোম্পানির উন্নত হয় এবং আগামীতে আরো বড় পরিসরে ঈদ সামগ্রী বিতরণ করতে পারি।
বক্তারা আরো বলেন, আমরা শহীদ ওহাবপুরবাসী সবাই যদি যায়েদ আল কাউসারকে সহযোগিতা করি তাহলে তার এই মিল আরও উন্নতি হবে। আর মিলের উন্নতি হলে স্থানের মানুষের আরও কর্মসংস্থানের সুযোগ হবে। আমাদের ছেলে-মেয়ে, মা-বোনেরা এখানে কাজ করতে পারবে। কেউ বেকার থাকবে না।