ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
পহেলা বৈশাখ উপলক্ষে রাজবাড়ীতে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-১৩ ১৫:৫৭:১১

পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় বছর ঘুরে আসে বাংলা নববর্ষ। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময় প্রত্যাশায় উদিত হয় নতুন বছরের নতুন সূর্য। 
 পহেলা বৈশাখে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
 পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৮টায় আম্রকানন চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে গিয়ে শেষ হবে। সকাল সাড়ে ৮টায় মেলা প্রাঙ্গণে জাতীয় সংগীত অনুষ্ঠিত হবে।
 সকাল ৯টায় শহীদ খুশি রেলওয়ে মাঠে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর  সকাল সাড়ে ১০টায় একই স্থানে তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হবে। বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে লোকনাট্য ও পালা গান অনুষ্ঠিত হবে।
 দ্বিতীয় দিনে ১৫ই এপ্রিল মেলা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা হবে। একই স্থানে বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 তৃতীয় দিনে ১৬ই এপ্রিল সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন, বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে লাঠি খেলা প্রতিযোগিতা, একই স্থানে বিকাল ৪টা থেকে ৫টা ৪০ পর্যন্ত লোকনাট্য কহজল বাদশা, সন্ধ্যা ৬টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হবে।
 এছাড়াও রাজবাড়ী বর্ষবরণ উদযাপন পর্ষদের পক্ষ থেকেও প্রতি বছরের ন্যায় এবছরও বর্ষ বরণ উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। বর্ষ বরণ উদযাপন পর্ষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ৭টায় আজাদী ময়দানে উদ্বোধন করা হবে। সকাল সোয়া ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সকাল সাড়ে ৯টায় আজাদী ময়দান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। মঙ্গল শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। দ্বিতীয় পর্বে দুপুর সাড়ে ৩ টায় লাঠি খেলা ও বিকাল সাড়ে ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।
 এছাড়াও রাজবাড়ী বৈশাখ উদযাপন পর্ষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী বর্ষবরণ উৎসব পালন করা হবে। সকাল ৯টায় রেলগেটের শহীদ স্মৃতি চত্বরের বটতলা এলাকা থেকে বর্ষবরণ র‌্যালী বের করা হবে। সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 অন্যদিকে মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি সংসদের উদ্যোগেও বর্ষ বরণ উদযাপন উপলক্ষে নানা আয়োজন রাখা হয়েছে। মহিলা কলেজের বিপরীতে বকুলতলায় বর্ষবরণ উপলক্ষে সকাল ৯টায় মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে লোকগান প্রতিযোগিতা, হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, টিপ পরানো প্রতিযোগিতা(পুরুষ), বেলুন ফেলানো প্রতিযোগিতা(নারী), বল নিক্ষেপ(পুরুষ) এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 অপরদিকে রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী সদর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির যৌথ আয়োজনে সকাল ৭টায় জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন মাঠ ও তৎসংলগ্ন আজাদী ময়দান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যা রাজবাড়ী শহর প্রদক্ষিণ করবে। এছাড়াও থাকছে বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ইলিশ ভোজ, পলো দিয়ে মাছ ধরার প্রতীকী প্রদর্শনী, লাঠিখেলা, হাডুডু ও অন্যান্য গ্রামীণ খেলা।

 

 

বিপুল উৎসাহ উদ্দীপনায় রাজবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত
রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাজবাড়ী ডিবি’র সফল অভিযান আন্তঃ জেলা শীর্ষ ডাকাত সর্দার বোমা খোরশেদ গ্রেফতার
সর্বশেষ সংবাদ