ঢাকা শুক্রবার, মে ২, ২০২৫
পাংশার মৌরাটে বীর মুক্তিযোদ্ধা নজর আলীর মৃত্যু বার্ষিকী পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২০-১১-০৯ ১৫:১৫:৪৯
পাংশার মৌরাট ইউপির সাবেক আরআর কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজর আলী সরদারের ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির সাবেক আরআর কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজর আলী সরদারের ৪৯তম মৃত্যু বার্ষিকী গতকাল ৯ই নভেম্বর পালিত হয়েছে।
  এ উপলক্ষে সোমবার জোহর নামাজের পর মরহুমের মৌরাট গ্রামের নিজ বাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
  অনুষ্ঠানে মরহুম নজর আলী সরদারের পুত্র মৌরাট ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরদার ও মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান শওকত আলী সরদার, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম বাবুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
  মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাগদুলী বাজার জামে মসজিদের খতিব মতিউর রহমান ও বাগদুলী বিশ্বাসপাড়া জামে মসজিদের ইমাম সাইফুল ইসলাম।

 

সুলতানপুরে ড্রেজার দিয়ে পুকুরের মাটি কাটায় ধ্বংস হচ্ছে সড়ক॥ভাঙ্গনে প্রতিবেশীদের জমি
পাংশার মাছপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
গোয়ালন্দের পদ্মা নদী থেকে মাথা বিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় ১জন গ্রেফতার
সর্বশেষ সংবাদ