ঢাকা বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পৌনে দুই ঘন্টা ফেরী চলাচল বন্ধ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-১৫ ১৫:৫০:২৯

 প্রবল বাতাস ও কাল বৈশাখী ঝড়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় পৌনে দুই ঘন্টা ফেরী চলাচল বন্ধ ছিল। 
 গতকাল ১৫ই এপ্রিল সকাল ৭ টায় বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন।
 তিনি বলেন, গত ১৪ই এপ্রিল রাত ১১টার পর থেকেই নদীতে বাতাস বইতে থাকে। পরে বাতাসের গতি বেড়ে যাওয়ায় এবং কাল বৈশাখী ঝড়ের কারণে পৌনে ১২টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরী চলাচল বন্ধ করে রাখা হয়েছিলো। ঝড়ো বাতাস থেমে যাওয়ার পর রাত দেড়টার দিকে পুনরায় নৌপথে ফেরী চলাচল শুরু করা হয়।
 তিনি আরও বলেন, বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরী চলাচল করছে।

 

ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পৌনে দুই ঘন্টা ফেরী চলাচল বন্ধ
কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
রাজবাড়ীর চন্দনীতে মামলা প্রত্যাহারের দাবীতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ