রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নম্বর ফেরী ঘাটে গতকাল ২৫শে এপ্রিল দুপুর ১২টার দিকে যাত্রীবাহী ইসলাম পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটর সাইকেলকে চাপা দিলে মোটর সাইকেল দুটি দুমড়ে মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে মোটর সাইকেলের ২জন আরোহী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটে ফেরী থেকে নামার সময় হঠাৎ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল দু’টি দুমড়ে-মুচড়ে বাসের পেছনের চাকার নিচে আটকে যায় এবং দুই মোটর সাইকেলে থাকা ২জন আরোহী গুরুতর আহত হয়।
আহতরা হলো- মাদারীপুর এলাকার মোঃ মিলন হাওলাদার(৩২) ও ফরিদপুর এলাকার আনিছ(৩০)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। এ দুর্ঘটনায় ঘাটে সাময়িক সময় যানজটের সৃষ্টি হয় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার এসআই রাসেল শেখ বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। দায়ী চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন জানান, গোলাম মওলা ফেরী থেকে ইসলাম পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দুটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল দুটি দুমড়ে মুচড়ে বাসের নিচে পড়ে আটকে যায়। তবে এ ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি।