ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
রাজবাড়ীতে মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-২৬ ১৫:৪০:২৩

 “দক্ষ সংগঠক গড়ে তুলি, সংগঠনকে সংহত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 
 এ উপলক্ষে গতকাল ২৬শে এপ্রিল সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এডঃ দেবাহুতি চক্রবর্তী
 বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ পূর্ণিমা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বক্তব্য রাখেন।
 বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহান মিনির সঞ্চালনায় বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এডঃ দেবাহুতি চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদের বিভাগীয় সংগঠক ও রাজবাড়ী জেলা শাখার প্রাক্তণ সভাপতি লাইলী নাহার, বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্রিস্টিয়ানো মারিও রেখা, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও প্রাক্তন সাধারণ সম্পাদক সবিতা চন্দ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি শামসুন্নাহার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্য, জেলা কার্যকরী কমিটি, উপজেলা কমিটি, তৃণমূল কমিটির কর্মী সংগঠক ও বিভিন্ন সংগঠন থেকে আগত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাষ্ট্র, সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭০ সালের ৪ঠাএপ্রিল বাংলাদেশ মহিলা পরিষদ গড়ে উঠে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত ৫৫ বছর ধরে সংগঠনটি বিভিন্ন ইস্যুতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নারী-পুরুষের বৈষম্য দূর করার লক্ষ্যে জেন্ডার সমতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা-স্বাস্থ্য, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি, সম্পত্তিতে সম-অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিবাহ প্রতিরোধ প্রভৃতি বিষয়ে কাজ করে চলেছে। সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ের আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে

 

রাজবাড়ীতে স্বল্প মূল্যে চোখসহ বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছে জীবনতরী ভাসমান হাসপাতাল
রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী
রাজবাড়ীতে মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সর্বশেষ সংবাদ