ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
দেবগ্রামে প্রবাসীকে ছুরিকাঘাত করে হত্যা॥বরশিতে আটকে উদ্ধার লাশ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৪-২৬ ১৫:৪৫:৪০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম চরাঞ্চল রাখালগাছি এলাকায় যমুনা নদী থেকে গতকাল ২৬শে এপ্রিল দুপুরে আল আমিন মন্ডল(২৫) নামে এক প্রবাসীর লাশ পুলিশ উদ্ধার করেছে। 
 এর আগে গত ২৫শে এপ্রিল বিকালে ১লাখ টাকা চাঁদা দাবীতে দুর্বৃত্তরা তাকে মারধর ও ছুরিকাঘাত করে। এ সময় প্রাণ বাঁচাতে সে যমুনা নদীতে ঝাঁপ দেয়।
 এর একদিন পর পরিবারের লোকজন খোঁজ নেওয়ার সময় লাশটি রাখালগাছি খেয়া ঘাটের কাছে বরশিতে আটকে গেলে তাকে টেনে তোলা হয়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর সদর হাসপাতালের মর্গে পাঠায়।  
 নিহত আল আমিন পাবনা জেলার আমিনপুর উপজেলার সিদ্দিকনগর রাম নারায়নপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে। প্রায় ৭ বছর পর মালয়েশিয়া থেকে ৪ মাস আগে দেশে ফিরেন তিনি।  
 পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৫শে এপ্রিল দুপুরে আল আমিন তার নিজের বিয়ের পাত্রী দেখার জন্য সঙ্গে মামা লিটন এবং বোন আকলিমা, বোন জামাইকে নিয়ে ঢালারচর গ্রামের খৈয়মের বাড়ীতে যায়। পরে ফুপাতো বোন জামাই মেঘা সরদারের মোটর সাইকেলে রাখালগাছি বাজার যায়। কিছুক্ষণ পর পাবনার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের শাহ আলী(৩০), রবিউল ইসলাম (৩৫)সহ অজ্ঞাত ৭/৮ জন চারটি মোটর সাইকেলে রাখালগাছি আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে মারধর এবং ছুরিকাঘাত করে। প্রাণ বাঁচাতে আল আমিন মন্ডল নদীতে ঝাঁপ দেয়।
 স্থানীয়রা আরো জানায়, প্রায় ১৫/১৬ দিন আগে শাহ আলীসহ কয়েকজন চা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে ১লাখ টাকা চাঁদা দাবী করে। না দেয়ায় মোবাইলে তাকে গালিগালাজ করে এবং ২জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়েই শত্রুতার সৃষ্টি হয়। 
 দেবগ্রাম ইউপির রাখালগাছি ১নম্বর ওয়ার্ড সাবেক ইউপি সদস্য আবু বক্কার বলেন, গতকাল ২৬শে এপ্রিল সকাল থেকে লোকজন সন্ধান করতে থাকলে দুপুরের দিকে বরশিতে লাশ আটকে যায়। এ সময় তার কপালের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পায়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামসহ পুলিশ দল দুপুরে রাখালগাছির চরে পৌছে।
 গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ২টার দিকে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের বাম পাশে চোখের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 
 এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।

দেবগ্রামে প্রবাসীকে ছুরিকাঘাত করে হত্যা॥বরশিতে আটকে উদ্ধার লাশ
গোয়ালন্দ ফুটবল একাডেমীকে বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত এক তারকা সনদপত্র প্রদান
দৌলতদিয়া ফেরী ঘাটে নিয়ন্ত্রণ হারানো বাসের চাকায় পিষ্ট দুটি মোটর সাইকেল
সর্বশেষ সংবাদ