ঢাকা শুক্রবার, জুলাই ১১, ২০২৫
রাজবাড়ীতে ৩৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ॥দোকানীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-২৮ ১৫:৫২:৪৮

 রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযানে ৩৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও মজুদের দায়ে দোকান মালিককে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 গতকাল ২৮শে এপ্রিল দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
 জানা গেছে, গতকাল ২৮শে এপ্রিল দুপুরে জেলা প্রশাসন রাজবাড়ীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খানের নেতৃত্বে রাজবাড়ী স্টেশন রোড ও বড় বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় বড় বাজার এলাকার শামীম স্টোর নামক দোকান ও গোডাউন থেকে ৩৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এসময় অবৈধভাবে পলিথিন মজুদের দায়ে ওই দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ। মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় সহায়তা প্রদান করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।।
 পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ বলেন, ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

 

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ দুই বাড়ি জব্দের আদেশ
খানখানাপুরের আমিন এগ্রোকে ৩ লক্ষ টাকা জরিমানা॥অর্ণব সার কারখানা বন্ধ ঘোষণা
রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সর্বশেষ সংবাদ