ঢাকা বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ তদন্তে সরেজমিন দুদকের টিম
  • মইনুল হক মৃধা/মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-২৯ ১৬:৩১:৪৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দে একটি সড়ক নির্মাণ কাজের অনিয়মের অভিযোগে উপজেলা প্রকৌশলীর(এলজিইডি’র) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম।
 গতকাল ২৯শে এপ্রিল দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশারের নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপজেলা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালায়। পরবর্তীতে দুদক সরেজমিনে যে রাস্তার কাজ নিয়ে অভিযোগ উঠেছিল তা পরিদর্শন করে।
 জানা গেছে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর দৌলতদিয়া হাট থেকে লাল মিয়া মৃধা পাড়া ভায়া জয়নাল মৃধার বাড়ী পর্যন্ত ১৪১৫ মিটার রাস্তার নির্মাণ কাজ গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্প (ভিআরআরপি) এর আওতায় চলমান রয়েছে। নির্মাণের জন্য প্রাক্কলিত মূল্য ধরা হয় ১ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ১৬৫ টাকা। পরে ১ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৩৫৬ টাকা চুক্তি মূল্যে কাজটি পায় মেসার্স লুপিন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রকল্পের কাজ শুরু হয় ২০২৪ সালের অক্টোবরের ১০ তারিখে। কাজ শেষ হবার কথা ২০২৫ সালের জুনের ৭ তারিখের মধ্যে। যা বাস্তবায়ন করে উপজেলা এলজিইডি। কাজ শুরু হবার পর থেকে সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে ঠিকাদারের বিরুদ্ধে। নিম্নমানের খোয়া দিয়ে সড়ক নির্মাণ কাজ শুরু করলে এলাকাবাসী বাঁধা দেয়। পরে উপজেলা প্রকৌশলী সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করে তারা কাজ বন্ধ করে দেয়।
 এই রাস্তা নির্মাণের অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুদক। এ সময় দুদক এলজিইডি’র উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে প্রকল্পের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এছাড়াও প্রকল্পের বিভিন্ন কাগজপত্র তারা খতিয়ে দেখেন। পরে দুদক টিম অনিয়মের অভিযোগ তদন্ত করতে সেই রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন।
 দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বলেন, গোয়ালন্দে একটি সড়ক নির্মাণ কাজের বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। রাস্তার কাজ পরিদর্শনকালে আমরা ঠিকাদারী প্রতিষ্ঠান, উপজেলা এলজিইডি ও এলাকাবাসীর সামনে রাস্তার দৈর্ঘ্য, প্রস্থের মাপ নেওয়া হয়। এছাড়াও রাস্তার বিভিন্ন জায়গায় খোয়ার লেয়ারের মাপ নেয়। এ বিষয়ে বিশেষজ্ঞ প্রকৌশলীর মতামত পেলে আমরা পূর্নাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবো। 
 তিনি আরো বলেন, গোয়ালন্দ উপজেলা এলজিইডি থেকে আমরা প্রাথমিকভাবে এই প্রকল্পের ফাইল ও নথিপত্র সংগ্রহ করেছি এবং অবশিষ্ট আরো কিছু রেকর্ড আমাদের সংগ্রহ বাদ আছে। সবকিছু সংগ্রহ করে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবো।
 তিনি বলেন, আমরা সরেজমিন পরিদর্শনে এসে দেখতে পেয়েছি রাস্তার নির্মাণ কাজ প্রকল্প সম্পর্কে জানাতে এলজিইডি কর্তৃক নির্মিত কোন সাইনবোর্ড নেই। এছাড়াও আমরা দেখতে পেয়েছি ঠিকাদার কর্তৃক কিছু নিম্নমানের খোয়া ব্যবহার করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু সেটা প্রকৌশলী এবং এলাকাবাসীর বাঁধার মুখে ঠিকাদার প্রতিষ্ঠান সেটা ব্যবহার করতে পারিনি। আমরা এসে দেখেছি তারা নিম্নমানের খোয়াগুলো সরিয়ে নিচ্ছে।
 দুদুকের এই সহকারী পরিচালক বলেন, এই সড়ক নির্মাণে নিম্নমানের ইট, খোয়া এবং রাস্তায় রাবিশ ব্যবহারের অভিযোগ পাই। কিন্তু সরেজমিনে এসে রাবিশ ব্যবহারের সত্যতা পাইনি। রাস্তার নির্মাণ কাজ চলমান রয়েছে। ঠিকাদারকে এখনো চূড়ান্ত বিল প্রদান করা হয়নি। এখন পর্যন্ত অর্ধেক বিল প্রদান করা হয়েছে। আমরা জানতে পেরেছি ইতিপূর্বে এটা এইচবিবি রাস্তা ছিল। এইচবিবি রাস্তা হওয়ার কারণে যে ইটগুলো আগে ছিল এটাও এই রাস্তায় ব্যবহার করা হচ্ছে। ওই ইট বাবদ ৪৮ লক্ষ ৪ হাজার ৩০৭ টাকা ইস্টিমেটে ধরা আছে। এই টাকাটা বাদ দিয়ে ঠিকাদারকে বিল প্রদান করা হবে। কাজ শেষ হলে চূড়ান্ত বিল পরিশোধ করা হবে। এই রাস্তা নির্মাণের অবশিষ্ট কাজ যেনো সঠিকভাবে হয় তার জন্য ঠিকাদার ও উপজেলা এলজিইডিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
 এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল বলেন, গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় একটি রাস্তা নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ তদন্ত করতে আজ ফরিদপুর থেকে দুদকের একটি টিম গোয়ালন্দে এসে সরজমিনে ওই রাস্তাটি পরিদর্শন করেছে। আমরা তাদের তদন্ত কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছি।
 অভিযানে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার, উপ-সহকারী পরিচালক কামরুল হাসান ও ফরিদপুর সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী এস এম রফিকুল ইসলাম উপস্থিত উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ তদন্তে সরেজমিন দুদকের টিম
রাজবাড়ীতে ঝড়ে রেল লাইনের উপর ভেঙ্গে পড়ল গাছ॥ট্রেন চলাচল বিঘ্নিত
রাজবাড়ী বাজার পরিদর্শনে সাবেক সংসদ সদস্য খৈয়ম
সর্বশেষ সংবাদ