রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে জামান স্টোর নামক দোকানের বারান্দা থেকে রুবেল সরদার(৪০) নামে এক ব্যক্তির মরদেহ গতকাল ৩০শে এপ্রিল সকাল ৭টার দিকে পুলিশ উদ্ধার করেছে।
রুবেল সরদার শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আলম সরদারের ছেলে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার আসামী ছিলেন বলে দাবী পুলিশের।
রুবেলের ছোট ভাই জুয়েল সরদার বলেন, আমার ভাই আগে পাবলিক হেলথ্ মোড়ে পান-সিগারেটের দোকান করতো। গেল রোজার আগে তিনি তার দোকানটি বিক্রি করে দেয়। এরপর থেকে তিনি বেকার ছিল। দাম্পত্য কলহের কারণে তার স্ত্রী বন্যা গত ৪ মাস ধরে তিন বছর বয়সী একমাত্র মেয়ে হুমায়রাকে নিয়ে শহরের আটাশ কলোনি এলাকায় বাবার বাড়ীতে থাকছে।
তিনি আরও বলেন, আমার ভাই তার ঘরে একাই থাকতো। গত ২৯শে এপ্রিল দিনগত রাত ১১টার দিকে আমি তাকে তার ঘরে দেখেছি। এরপর তিনি কখন বাড়ী থেকে বের হয়েছেন তা জানি না। গতকাল ৩০শে এপ্রিল সকাল ৬টার দিকে আমি খবর পাই পাবলিক হেলথ্ মোড়ে জামান স্টোরের সামনে আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে।
জুয়েল সরদার বলেন, আমার ভাইয়ের মরদেহ দেখে মনে হচ্ছে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তার শরীরে ধুলোবালি লেগে আছে। তার সঙ্গে অনেক ধস্তাধস্তি হয়েছে। পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। ময়না তদন্ত প্রতিবেদনে যদি ভাইয়ের স্বাভাবিক মৃত্যু পাওয়া যায়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি তাকে হত্যা করা হয়ে থাকে তাহলে আমরা এর বিচার চাই।
রুবেলের স্ত্রী বন্যা বলেন, গত মঙ্গলবার সন্ধ্যার পর আমার স্বামী আমার বাবার বাড়ীতে গিয়ে মেয়েকে নিয়ে বাজারে যান। মেয়েকে বাজার থেকে ঘুরিয়ে খাবার কিনে দিয়ে তিনি আবার আমার কাছে দিয়ে চলে যান। এরপর সকাল ৭টার দিকে আমি খবর পাই পাবলিক হেলথ্ মোড়ে আমার স্বামীর মরদেহ পড়ে আছে। আমার স্বামী এর আগে স্ট্রোক করেছিলেন। তবে আজ কি কারণে তার মৃত্যু হয়েছে তা সঠিক বলতে পারছি না।
জামান স্টোরের মালিক শাহিদুজ্জামান শাহিন জানান, গত মঙ্গলবার ঝড়ের কারণে সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়। সকাল ৭টার দিকে তিনি খবর পান যে, তার দোকানের সামনে রুবেলের মরদেহ পড়ে আছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ই ডিসেম্বর দিনগত রাতে সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় রুবেল সরদার ও তার সহযোগী নাইম ইসলামকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সে সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি সুইস গিয়ার ছোরা উদ্ধার করা হয়। ডাকাতির প্রস্তুতির ওই মামলায় জামিনে ছিলেন রুবেল।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, রুবেল সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।