রাজবাড়ী জেলার গোয়ালন্দের চর বরাট গ্রামের জাহাজ শ্রমিক জিহাদ সরদার(৩০) দুবাই প্রবাসীর স্ত্রী সুমানা পারভীন সেতুর ত্রিভুজ পরকীয়ার বলি হয়েছে বলে জানা গেছে।
জিহাদের লাশ উদ্ধারের পর গ্রেফতারকৃত সুমানা পারভীন সেতু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
গত রবিবার সকালে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর অন্তার মোড় এলাকা হতে তার মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। তবে এ পর্যন্ত তার মাথার কোনো হদিস মেলেনি। পরিবারের সদস্যরা লাশের পোশাক ও শরীরের বিভিন্ন চিহ্ন দেখে তাকে শনাক্ত করেন।
এ ঘটনায় সোমবার জিহাদের বাবা শহিদ সরদার বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাচরন্দ গ্রামে।
মামলার এজাহারভুক্ত ৩জন আসামী হলো- একই গ্রামের দুবাই প্রবাসী মোঃ খলিলের স্ত্রী সুমানা পারভীন সেতু(২৪), জিহাদের চাচা বাবলু সরদারের ছেলে সোহাগ সরদার(২৭) ও প্রতিবেশী হারেজ বেপারীর ছেলে হৃদয় বেপারী(২৪)।
এ মামলার প্রধান আসামী সুমানা পারভীন সেতু হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গত ৩০শে এপ্রিল রাজবাড়ীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত ২৯শে এপ্রিল দুপুরে সেতুর বাবার বাড়ি একই ইউনিয়নের চর বালিয়াকন্দি গ্রাম হতে তাকে গ্রেফতার করে পরদিন রাজবাড়ীর আমলী আদালতে পাঠায়। এর আগে মামলার দুই নাম্বার আসামী সোহাগকে গ্রেফতার করে পুলিশ।
নিহত জিহাদ নারায়ণগঞ্জের একটি জাহাজ মেরামত কারখানায় শ্রমিকের কাজ করতো। গত ২৭শে এপ্রিল বিকালে তিনি বাড়িতে এসে সন্ধ্যার পর হতে নিখোঁজ হন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী সুমানা পারভীন সেতু আদালতে জিহাদ হত্যার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
সেতুর উদ্ধৃতি দিয়ে ওসি আরো জানান, জিহাদের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। একই সঙ্গে হৃদয় ও সোহাগের সঙ্গেও সে অনৈতিক প্রেমের সম্পর্ক চালিয়ে যায়। এ অবৈধ সম্পর্ক চালিয়ে যাওয়ার সুবিধার্থে সে বাবা ও স্বামীর বাড়ি বাদ দিয়ে হৃদয়দের বাড়ির পাশে বাড়ি ভাড়া নিয়ে ৫বছর বয়সি একমাত্র সন্তান নিয়ে বসবাস করত।
গত ২৭শে এপ্রিল বিকালে জিহাদ কর্মস্থল হতে বাড়ি ফিরে গভীর রাতে ওই নারীর সঙ্গে দেখা করতে যান; কিন্তু হৃদয় ও সোহাগ ওই নারীর সঙ্গে যোগসাজশ করে জিহাদকে নদীর পাড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে বডি ও মাথা নদীতে ফেলে দেয়।
ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম আরো জানান, এ হত্যাকান্ডের এজাহারভুক্ত পলাতক আসামী হৃদয়সহ পরিকল্পনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না তা খতিয়ে দেখে দ্রুত তাদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অন্তার মোড়ের চর বরাট এলাকায় পদ্মা নদীর কিনারে গত ২৭শে এপ্রিল সকালে স্থানীয় লোকজন মাথা বিহীন একটি লাশ পানিতে ভাসতে দেখে গোয়ালন্দ ঘাট থানাকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় নদীতে তার মাথাটি কোথায় আছে সেটি খুুঁজতে শুরু করে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ।
জিহাদের ছোট বোন সামান্তা আক্তার বলেন, গত ২৪শে এপ্রিল দুপুরে ঢাকা থেকে বাড়ী আসে জিহাদ। বিকালে জিহাদ তার ব্যক্তিগত কাজে বাহিরে গেলে রাত বেশি হলে বাড়ী না আসায় তাকে ফোন দিলে জিহাদ বলে আমি কিছুক্ষণ পর আসছি। পরে রাত ১২টা পার হয়ে গেলেও জিহাদ বাড়ী না ফিরলে তারা তার ফোনে কল করলে তার ফোনটি বন্ধ পায়। পরদিন দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ জিডি করা হয়। অনেক খোঁজাখুজির পর জিহাদকে না পাওয়া গেলে গত ২৭শে এপ্রিল সকালে অন্তার মোড় এলাকায় পানিতে মাথা ছাড়া আমার ভাইকে অর্ধগলিত অবস্থায় ভাসমান থাকতে দেখা যায়। পরে আমার মা গিয়ে ভাইয়ের পড়নে থাকা প্যান্ট দেখে শনাক্ত করে।