ঢাকা বুধবার, মে ২১, ২০২৫
জামালপুরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাবেশ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৫-২০ ১৫:৩৭:২৬

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে গতকাল ২০শে মে বিকালে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 র‌্যালীটি জামালপুর এলাকার সচেতন জনগণ ও ব্যবসায়ীদের আয়োজনে জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই বাজারের শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 বিশিষ্ট সমাজসেবক রঞ্জু সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন বক্তব্য রাখেন।
 এতে জামালপুর কলেজের প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু, ব্যবসায়ী সাইফুল সিকদার, মান্নান মৃধা, নজরুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা সোহেল রানা ডিউক প্রমুখ বক্তব্য রাখেন।
 জামালপুর কলেজের প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু বলেন, সুশীল সমাজ, নেতা, তারাও এই সমাজের কাছে দায়বদ্ধ। তাদেরও মাদকের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে। র‌্যালী আর বক্তব্যে কাজ হবে না, আমাদের বাস্তবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি তৈরী করতে হবে।
 আপনাদের সন্তানরা কার সাথে মিশে, কোথায় যায় লক্ষ্য রাখুন। কোন খারাপ মানুষের সাথে মিশতে দেবেন না। আমরা একটি সুন্দর-সুশৃঙ্খল জামালপুর চাই। যে জামালপুরে থাকবে না কোন মাদক কারবারী, থাকবে না মাদকসেবী। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। 
 বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, আপনাদের চাকর আমি। গভীর রাতে আমি এই বাজারে এসে বসে থাকি, সুফি মিয়ার মোড়ে দাঁড়িয়ে থাকি, ডাবরার ব্রিজে দাঁড়িয়ে থাকি। আমি আপনাদের কর্মচারী। আপনাদের নিরাপত্তা দেই। এজন্য সবার কাছে অনুরোধ আপনাদেরও এগিয়ে আসতে হবে মাদকের বিরুদ্ধে। মাদকের ভয়াবহতা চমরভাবে বৃদ্ধি পেয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ এই মাদকের পথ ছেড়ে দিন। নয়তো আমরা কঠিন ব্যবস্থা নেবো।
 মাদক ব্যবসায়ী বা সেবনকারী কারও জন্য কেউ সুপারিশ করবেন না। আমরা কোন সুপারিশে সমাজের এই কীটদের ছেড়ে দেবো না। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় যুবলীগ ও কৃষক লীগের ৩জন নেতা গ্রেফতার
জামালপুরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাবেশ
লিজের শর্ত ভঙ্গ করে মদাপুরে জেলা পরিষদের জায়গায় ও খালের উপর চলছে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ
সর্বশেষ সংবাদ