ঢাকা মঙ্গলবার, মে ২০, ২০২৫
লিজের শর্ত ভঙ্গ করে মদাপুরে জেলা পরিষদের জায়গায় ও খালের উপর চলছে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-১৯ ১৫:৩৩:৩২

লিজের শর্ত ভঙ্গ করে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজার সংলগ্ন বেলগাছি-রামদিয়া রাস্তার পাশে জেলা পরিষদের সরকারী জায়গায় ও পানি চলাচলের খাল অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করেছে একসনা লিজ গ্রহীতা নাসিরুল ইসলাম। 
 এ ঘটনায় গত ২মাস যাবৎ এলাকাবাসী জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে লিখিত দরখাস্ত দিয়েও প্রতিকার পায়নি। অবশেষে এলাকাবাসী জেলা পরিষদের সরকারী জায়গায় ও পানি চলাচলের খালের উপর ভবন নির্মাণ কাজ বন্ধ করতে গতকাল ১৯শে মে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। 
 জেলা পরিষদ থেকে একসনা লিজ গ্রহীতা নাসিরুল ইসলাম বাবু মদাপুর ইউনিয়নের বৃ-গোপালপুর গ্রামের নজর আলী শেখের ছেলে।
 এলাকাবাসীর আবেদনে উল্লেখ করা হয়, কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজার সংলগ্ন বেলগাছি-রামদিয়া রাস্তার পাশ দিয়ে অনেক পুরাতন একটি পানি নিষ্কাশনের জন্য খাল আছে। এই খাল দিয়ে প্রায় ৫/৬টি গ্রামের মাঠের পানি অতিবাহিত হয়। নাসিরুল ইসলাম বাবু নামের এক ব্যক্তি খালের ভিতর থেকে ভেকু দিয়ে মাটি কেটে আরসিসি পিলার দিয়ে বিল্ডিং নির্মাণ করেছে। এতে পানি চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং কৃষি ফসলের মারাত্মক ক্ষতি হবে। তাই জরুরী ভিত্তিতে খালের উপর ভবন নির্মাণ কাজটি বন্ধ করে খাল সচল রাখা দরকার।
 গান্ধিমারা বাজারের ব্যবসায়ীরা জানায়, মদাপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে ওই খালের পাশে একটি পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছিল। সেখানে প্রতিদিন বাজারের ব্যবসায়ীরা প্রয়োজনীয়তা মেটাতো। হঠাৎ নাসিরুল ইসলাম বাবু তার লিজ নেওয়া জায়গাসহ পাশের সরকারী জায়গা খালের দখল এবং ভেকু দিয়ে পাবলিক টয়লেট সম্পূর্ণভাবে ভেঙ্গে সেখানে বহুতল ভবন নির্মাণ করছে। ইতিমধ্যে ভবনের ২য় তলার ছাঁদ ঢালাই সম্পন্ন হয়েছে। বর্তমানে পাবলিক টয়লেট না থাকায় বাজারের ব্যবসায়ীরা অনেক সমস্যার সন্মুখিন হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে লিখিতভাবে জানানোর পরেও রহস্যজনক কারণে কাজটি চলমান আছে। আমরা চাই সরকারী জায়গার উপর ভবন নির্মাণ কাজ অতি দ্রুত বন্ধ করা হোক।
 স্থানীয় সূত্রে আরো জানা গেছে, জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরানের সাথে যোগসাজসে নাসিরুল ইসলাম লিজের শর্ত ভঙ্গ করে জেলা পরিষদের জায়গার উপর অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করছেন।
 এর আগেও গত ১৬/৪/২০২৫ তারিখে সরকারী জায়গার উপর অবৈধভাবে ভবন নির্মাণ কাজ বন্ধের দাবীতে রাজবাড়ী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দামুকদিয়া গ্রামবাসী ও গান্ধিমারা বাজার ব্যবসায়ীরা আবেদন করেও প্রতিকার পাননি বলে জানান।
 রাজবাড়ী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান বলেন, লীজের শর্ত ভঙ্গ করে সরকারী জায়গার ওপর অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগের ভিত্তিতে গত বুধবার আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 তবে জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরান সাংবাদিকদের এড়িয়ে যান। 
 রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই জায়গাটি জেলা পরিষদ থেকে একসনা বন্দোবস্ত(এক বছরের) জন্য লিজ নেওয়া ছিল নাসিরুল হকের। লিজ নেওয়া জায়গায় তিনি পাকা ভবন নির্মাণ কাজ করতে পারবেন না এমন শর্ত ছিল। আমরা তাকে এ বিষয়ে সতর্ক করেছি। তিনি ওই জায়গায় পাকা ভবন নির্মাণ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 এ বিষয়ে নাসিরুল হকের বক্তব্য নিতে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

লিজের শর্ত ভঙ্গ করে মদাপুরে জেলা পরিষদের জায়গায় ও খালের উপর চলছে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ
বসন্তপুরে থানার পুলিশের এসআই’র ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২জন
থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই ভাই বাঁচতে চায়॥সহায়তার আকুতি দরিদ্র মা-বাবার
সর্বশেষ সংবাদ