ঢাকা মঙ্গলবার, মে ২০, ২০২৫
রাজবাড়ী বাজরে ভোক্তা অধিকারের অভিযানে দুই দোকানীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-১৯ ১৫:২৯:৪৭

মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে রাজবাড়ী মাছ বাজার সড়ক ও পান বাজারে দুই দোকানীকে ৫হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 গতকাল ১৯শে মে বাজার তদারকি অভিযানে দোকান দুইটির মালিককে এ আর্থিক জরিমানা করা হয়। দোকান দুটি হলো- মাছ বাজার সড়কের ফুলসাহা স্টোর ও পান বাজারের সুজন স্টোর।
 এদের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ফুল সাহা স্টোরকে ২হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে সুজন স্টোরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।
 অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

 

লিজের শর্ত ভঙ্গ করে মদাপুরে জেলা পরিষদের জায়গায় ও খালের উপর চলছে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ
বসন্তপুরে থানার পুলিশের এসআই’র ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২জন
থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই ভাই বাঁচতে চায়॥সহায়তার আকুতি দরিদ্র মা-বাবার
সর্বশেষ সংবাদ