ঢাকা মঙ্গলবার, মে ২০, ২০২৫
গোয়ালন্দে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৫-১৯ ১৫:৩১:২০

 “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”-এই প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে তারুণ্যের উৎসব-উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৯ই মে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আইসিটি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা মো নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিনসহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 প্রতিযোগিতায় প্রপার হাইস্কুল, দেওয়ান পাড়া রহমত উল্লাহ কিন্ডার গার্ডেন, সানসাইন মাধ্যমিক বিদ্যালয়ের ৩২জন শিক্ষার্থী অংশ নেয়।
 সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।

 

লিজের শর্ত ভঙ্গ করে মদাপুরে জেলা পরিষদের জায়গায় ও খালের উপর চলছে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ
বসন্তপুরে থানার পুলিশের এসআই’র ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২জন
থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই ভাই বাঁচতে চায়॥সহায়তার আকুতি দরিদ্র মা-বাবার
সর্বশেষ সংবাদ