রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের আপন দুই ভাই ইফাত মীর ও আরাফাত মীর জন্ম থেকেই রক্তের জটিল রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত।
দুই সন্তানের চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে দিনমজুর রবিউল মীরকে। তাই সন্তানদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন রবিউল ও তার স্ত্রী ইতি খাতুন।
শিশু ইফাত বর্তমানে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ছে। আর আরাফাতের বয়স মাত্র তিন বছর।
রবিউল মীর জানান, ২০১৫ সালে জন্ম নেয়া ইফাতের বয়স যখন ১০ মাস; তখন হঠাৎই তার শরীর ফ্যাকাসে ও চুল সাদা হয়ে যায়। সবসময় কান্নাকাটি করার পাশাপাশি খাওয়ায় অনীহা দেখা দেয় ছোট্ট শিশু ইফাতের। চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার শরীরে ধরা পড়ে রক্তের জটিল রোগ থ্যালাসেমিয়া। আর তখন থেকেই এক মাস পর পর নিয়মিত রক্ত দিতে হয় ইফাতের শরীরে।
অন্যদিকে ২০২২ সালে জন্ম নেয়া ইফাতের ভাই আরাফাতের ভাগ্যটাও একইরকম। ৮ মাস বয়সে বড় ভাইয়ের মতো একই উপসর্গ দেখা দেয় তার শরীরে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার শরীরেও ধরা পড়ে থ্যালাসেমিয়া। নিয়মিত রক্ত দিতে হয় আরাফাতকেও।
রবিউল মীর বলেন, আমি ইটভাটার ট্রাকে ইট লোড-আনলোডের কাজ করি। যা মজুরি পাই তা দিয়ে সংসার চালানোই কষ্ট হয়ে যায়। প্রতি মাসে দুই ছেলেকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে রক্ত দিতে হয়। রক্ত মানবিক মানুষেরা ফ্রিতেই দেন; কিন্তু রক্তের ব্যাগ কেনা, ক্রস-ম্যাচিং করানো, যাতায়াত ভাড়াসহ আনুসঙ্গিক অনেক খরচ রয়েছে। এছাড়া প্রতিদিন দুই ছেলের জন্য অনেক টাকার ওষুধ লাগে। দুই সন্তানের চিকিৎসা করাতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। তাই সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ, আমার ছেলেদের চিকিৎসার জন্য আপনারা দয়া করে আমাদের পাশে দাঁড়ান।
ইফাত ও আরাফাতের মা ইতি খাতুন বলেন, আমরা জানি আমাদের সমাজে অনেক বিত্তবান মানবিক মানুষ আছেন যারা দরিদ্র মানুষদের সবসময় সহযোগিতা করেন। তাদের কাছে অনুরোধ আমার দুই শিশু সন্তানের জন্য আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দিন। আমরা সারাজীবন আপনাদের জন্য দোয়া করবো।
প্রতিবেশী আশিকুর রহমান মিজান বলেন, রবিউল ভাই সত্যি খুব হতদরিদ্র মানুষ। তার দুই ছেলের চিকিৎসা করানো তার জন্য খুব কষ্ট হচ্ছে। তার কষ্ট দেখে আমাদেরও খুব কষ্ট লাগে। তার প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আমি বিত্তবানদের প্রতি অনুরোধ জানাই।
যোগাযোগ ঃ ইফাত ও আরাফাতের বাবা রবিউল মীরের মোবাইল নম্বর ঃ ০১৭৭৯-৮৮৬৩১৫ (বিকাশ পার্সোনাল)।