ঢাকা মঙ্গলবার, মে ২০, ২০২৫
রাজবাড়ীতে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ/সুজন বিষ্ণু
  • ২০২৫-০৫-১৯ ১৫:৩০:১৫

রাজবাড়ীতে পরিবারের সাথে যোগাযোগ পুনরুদ্ধারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৯শে মে সকাল ১০টায় শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগ (আরএফএল) ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের যৌথ আয়োজনে এই ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়।
 রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাজির শিকদারের সভাপতিত্বে সভায় জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের সহকারী পরিচালক শাকিলা আক্তার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, বগুড়া রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার ও সেশন পরিচালনাকারী শিকদার রাহাত ইসলাম তপু বক্তব্য রাখেন।
 বাংলাদেশ রেডক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের যুব প্রধান উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় এসময় আরএফএল ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তা, রেডক্রিসেন্টের কর্মকর্তা ও রেডক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
 জানা গেছে, ওরিয়েন্টেশন সেশনে ৫টি স্কুল থেকে ৫জন শিক্ষক এবং রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন শিক্ষার্থী, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০জন শিক্ষার্থী, ইয়াছিন উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন শিক্ষার্থী, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন শিক্ষার্থী ও অংকুর কলেজিয়েট স্কুল থেকে ২০জন শিক্ষার্থীসহ মোট ১০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 
 কর্মশালায় বক্তারা বলেন, আমরা অনেকেই নিজ দেশ ছেড়ে কাঙ্খিত গন্তব্যে পাড়ি জমায় আবার অনেকে বাইরের দেশ থেকে আমাদের দেশে আসে। বিপদসংকুল যাত্রাপথের প্রতিকুলতায় অনেকেই তাদের পরিবারের বা প্রিয়জনের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। এরূপ পরিস্থিতিতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ব্যক্তিবর্গ বা পরিবার সমূহের সাহায্য এগিয়ে আসে এবং পারিবারিক পূর্ণমিলনের সহায়তা করে। 
 তারা আরও বলেন, পারিবারিক যোগাযোগ নেটওয়ার্কটি বিশ্বব্যাপী বিস্তৃত একটি নেটওয়ার্ক যা আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এবং সমগ্র বিশ্ব জুড়ে থাকা ১৯০টি জাতীয় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি সমন্বয়ে গঠিত। এই নেটওয়ার্কটি সশস্ত্র সংঘাত, সহিংস পরিস্থিতি, প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ বা অভিবাসনের কারণে পরিবার থেকে বিচ্ছিন হয়ে পড়া মানুষের মধ্যে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপনের সেবা প্রদান করে।

 

লিজের শর্ত ভঙ্গ করে মদাপুরে জেলা পরিষদের জায়গায় ও খালের উপর চলছে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ
বসন্তপুরে থানার পুলিশের এসআই’র ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২জন
থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই ভাই বাঁচতে চায়॥সহায়তার আকুতি দরিদ্র মা-বাবার
সর্বশেষ সংবাদ