ঢাকা মঙ্গলবার, মে ২০, ২০২৫
ঢাকায় সমাবেশ সফল করার লক্ষে কালুখালীতে যুবদলের প্রস্তুতি সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-১৯ ১৫:৩১:০০

.আগামী ২৮শে মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা গতকাল ১৯শে মে বিকালে উপজেলা যুবদলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
 সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল বক্তব্য রাখেন। 
 কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিতে ও উপজেলা যুবদলের সদস্য সচিব ডাঃ জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক সোহেল মন্ডল, যুগ্ম আহ্বায়ক এসএম কাওসার মাহমুদ, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল হক রনি, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা ও পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন গিটার বক্তব্য রাখেন। 
 এছাড়াও সভায় রতনদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হানিফ মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর সরদার, রতনদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাশেম আলী মোল্লাসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 সভায় বক্তারা আগামী ২৮শে মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দেন।

 

লিজের শর্ত ভঙ্গ করে মদাপুরে জেলা পরিষদের জায়গায় ও খালের উপর চলছে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ
বসন্তপুরে থানার পুলিশের এসআই’র ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২জন
থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই ভাই বাঁচতে চায়॥সহায়তার আকুতি দরিদ্র মা-বাবার
সর্বশেষ সংবাদ