ঢাকা মঙ্গলবার, মে ২০, ২০২৫
তিন দাবী আদায়ে ফরিদপুরে মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-১৯ ১৫:৩০:৩৩

ন্যায্য দাবী ও অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও অবস্থান কর্মসূচীর মধ্য দিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা।
 গতকাল ১৯ই মে সকাল ৮টা থেকে ইনস্টিটিউট ক্যাম্পাসের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা।  
 এ সময় মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তহারাতুল ইসলাম বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা তিন দফা দাবী নিয়ে দেশে বিভিন্ন স্থানে অবস্থিত ৬টি মেরিন ইনস্টিটিউট একযোগে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচী ডাক দিতে বাধ্য হয়েছি। 
 শিক্ষার্থীদের তিনটি দফার প্রথম দফা হচ্ছে- ২০২৪ সালের ২৮শে অক্টোবর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় গৃহীত (মেরিন ও শিপ বিল্ডিং এর ছাত্রদের ৬ মাসের প্রি সি ট্রেনিং এর মাধ্যমে অফিসার সিডিসি প্রদান) সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। 
 দ্বিতীয় দাবী হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদের মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধি চালু করতে হবে এবং তিন নাম্বার দাবী হচ্ছে প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে। 
 শিক্ষার্থীরা বলেন, যতদিন পর্যন্ত আমাদের দাবী বাস্তবায়ন করা না হবে ততদিন পর্যন্ত এই বেকার তৈরীর কারখানায় ৬টি মেরিন ইনস্টিটিউট একযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

 

লিজের শর্ত ভঙ্গ করে মদাপুরে জেলা পরিষদের জায়গায় ও খালের উপর চলছে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ
বসন্তপুরে থানার পুলিশের এসআই’র ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২জন
থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই ভাই বাঁচতে চায়॥সহায়তার আকুতি দরিদ্র মা-বাবার
সর্বশেষ সংবাদ