ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
ঢাকায় সমাবেশ উপলক্ষে কালুখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-২৫ ১৬:৩০:৩১

‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে আগামী ২৭শে মে তারুণ্যের রাজনৈতিক ভাবনা, অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং ২৮শে মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল ২৫শে মে বিকালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 এ উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি রতনদিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 
 পরে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বক্তব্য রাখেন।
 এছাড়া অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছানাউর রহমান ছানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, রতনদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল খান প্রমুখ বক্তব্য রাখেন।
 সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 সভায় বক্তারা ঢাকার সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দেন।

 

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ