রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে গতকাল ২৬শে মে সকালে অফিসার্স ক্লাবে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ(১ম সংশোধিত) প্রকল্পের” আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের উপ-পরিচালক(উপ-সচিব) মুহাম্মাদ ওবায়দুর রহমান।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ ওমর ফারুক তালুকদার।
অন্যান্যর মধ্যে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোহাম্মদ লুৎফর আমীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাখাওযাত হোসেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজওয়ান ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে উপজেলার ৭টি ইউনিয়নের ৭৫জন পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ গ্রহণ করে।