রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম গতকাল ২৬শে মে গোয়ালন্দ উপজেলা পরিদর্শন করেন।
জানা গেছে, বেলা ১১টার দিকে জেলা প্রশাসক সুলতানা আক্তার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ ও উজানচর ভূমি অফিস পরিদর্শন করেন এবং পরিষদ চত্বরে একটি ফলদ গাছের চারা রোপন করেন।
এরপর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম গোয়ালন্দ ঘাট থানা, উপজেলা পরিষদের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এর আগে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামকে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।
এ সময় জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(গোপনীয় শাখা) মোঃ আশিকুজ্জামান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার সরকারী সকল দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়াও ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ সকল কর্মকর্তার সাথে কথা বলেন জেলা প্রশাসক। শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
জেলা প্রশাসক গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শনে গেলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম তাকে স্বাগত জানান। থানার একটি চৌকস পুলিশের দল জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি পুলিশের পরিচালিত কার্যক্রমসহ চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে ওসিসহ পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি পুলিশকে আরও মানবিক পুলিশ হওয়ার আহবান জানিয়ে জনগণের অধিক সেবা প্রদানের আহবান জানান।