রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে মে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দু’দিন ব্যাপী (২৭-২৮শে মে) গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের রাজবাড়ী জেলা ব্যবস্থাপক শরিফুল ইসলাম ও উপজেলা সমন্বয়কারী লিপি আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বিষয়ভিত্তিক আলোচনা করেন।
পৃথক দু’টি ব্যাচে বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়ন পরিষদ এবং যশাই ও বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণ প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নেয়।
পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টায় প্রশিক্ষণ অনুষ্ঠান শেষ হয়।