ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
কালুখালীতে কৃষি অফিসের আয়োজনে পার্টনার কংগ্রেস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-২৯ ১৫:৩০:৪২

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২৯শে মে সকালে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিফ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ-এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
 উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত এ পার্টনার কংগ্রেসে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক(ভারপ্রাপ্ত) গোলাম রাসূল ও বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বক্তব্য রাখেন।
 এ সময় অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক, কৃষাণী নার্গিস আক্তার ও কৃষক আব্দুল লতিফ প্রমুখ বক্তব্য রাখেন।
 পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে কালুখালী উপজেলার কৃষক-কৃষাণী, কৃষক সংগঠনের প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, এনজিও ও শিক্ষক প্রতিনিধিগণ অংশ নেন।
 অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের পার্টনার সংগঠনের মাধ্যেমে কৃষি কাজে একত্রিত করা হলে উন্নয়ন সহজ হবে। এতে কৃষক ও কৃষিতে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
 এ ছাড়াও অনুষ্ঠানে বক্তারা পার্টনার প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি ও ধারণার পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে আলোচনা করেন।

 

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ