ঢাকা শনিবার, জুলাই ১২, ২০২৫
ঈদের ছুটিতে জমজমাট হয়ে উঠেছে রাজবাড়ীর শিশু পার্ক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-১৩ ১৫:১৪:২১

ঈদের লম্বা ছুটি। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে দৈনন্দিন কর্মব্যস্ততা থেকে কিছুটা অবসর। সব মিলিয়ে জমে উঠেছে ঈদ আনন্দ। আর ছোট্টো সোনামণিদের ঈদের আবদার মানেই হচ্ছে শিশু পার্ক। আর তাইতো ঈদকে ঘিরে এখন প্রাণ চঞ্চল হয়ে উঠেছে ছোটদের বিনোদন কেন্দ্র রাজবাড়ীর শিশু পার্ক।
 গতকাল ১৩ই জুন বিকালে শহরের ৩নং বেড়াডাঙ্গা এলাকায় অবস্থিত রাজবাড়ী শিশু পার্কে গিয়ে এ চিত্র দেখা গেছে।
 সরেজমিনে গিয়ে দেখা যায়, একদিকে ঈদের ছুটি ও অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় রাজবাড়ী শিশু পার্কে শিশু ও কিশোরদের উপচে পড়া ভিড়। শিশু ও কিশোররা তাদের বাবা-মা, ভাই-বোন ও অভিভাবকদের সাথে শিশু পার্কে এসেছে বিনোদন নিতে। বিভিন্ন রাইডে উঠতে লাইন ধরে দাঁড়িয়েছে শিশু থেকে বৃদ্ধরা। তারা বিভিন্ন প্রকার রাইড যেমন ঃ চড়কি, বিমান, মেরিন ঘোরা, ট্যাম্পোলিং, ফ্লাওয়ার কাপ, নাগরদোলা, ট্রেন, বাউন্সি স্লিপার/হাউজসহ আরও নানা ধরণের রাইডে চড়ছে। এছাড়াও পার্কের মধ্যে ফুচকা, চটপটির দোকানও রয়েছে।
 জানা গেছে, রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা এলাকায় অবস্থিত শিশু পার্কটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন। এটি জেলা প্রশাসন থেকে ইজারার মাধ্যমে ৩বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে। শিশু পার্কের প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ টাকা। ৩ ছর বয়স থেকে সকলের জন্য টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশু পার্ক খোলা থাকে। শিশু পার্কে থাকা রাইডগুলোর মধ্যে বাউন্সি স্লিপার রাইডের মূল্য ৫০ টাকা, আর চড়কি, বিমান, মেরিন ঘোরা, ট্যাম্পোলিং, ফ্লাওয়ার কাপ, নাগরদোলা ও ট্রেনের রাইড গুলো ৩০ টাকা মূল্য রাখা হয়েছে।
 রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা মিরাজ তার দুই ছেলেকে নিয়ে এসেছেন শিশু পার্কে। তিনি বলেন, শহরে বাচ্চাদের জন্য বিনোদনের সুযোগ কম। খেলার মাঠ নেই। আবার মাঠ থাকলেও নিরাপত্তা নেই। তার মধ্যে আমাদের অফিস, বাচ্চাদের স্কুল-কলেজ মিলিয়ে অবসর সময়টুকুও নেই। সারাদিন কাটে ঘরে বসে মোবাইল আর কম্পিউটার দেখে। তাই ঈদের ছুটির এই অবসর সময়ে তাদের এখানে নিয়ে আসা। তিনি মনে করেন বাচ্চাদের মানসিক বিকাশের জন্য মাঝে মধ্যেই শিশু পার্কে নিয়ে আসা উচিত।
 রাজবাড়ীর একটি বেসরকারী স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে সৌহার্দ্য ইসলাম। সে তার মা ও ফুপুর সঙ্গে শিশু পার্কে বেড়াতে এসেছে। শিক্ষার্থী সৌহার্দ্য বলেন, আমার স্কুলেও রাইড আছে। কিন্তু সেগুলো অনেক কম। এই পার্কে অনেক রাইড আছে। তাই এখানে ঘুড়তে এসেছি। মজার মজার রাইডে চড়েছি। অনেক আনন্দ লাগছে।
 রাজবাড়ী শিশু পার্কের ইজারাদার মোস্তাফিজুর রহমান প্লাবন বলেন, রাজবাড়ীতে শিশুদের জন্য বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। এই একটা মাত্র শিশু পার্কই রয়েছে। এবার ঈদের ছুটি ১০দিন থাকায় শিশু পার্কে শিশু কিশোরদোর ভালোই ভিড় ছিল। বাচ্চারা তাদের অভিভাবকদের সাথে এখানে বেড়াতে আসছে। বিভিন্ন রাইডে চড়ছে। দুই ঈদ, পূজা, বিভিন্ন দিবসসহ বিশেষ দিনগুলোতে শিশু পার্কে ভিড় বাড়ে। আশা করছি পার্কটিতে আধুনিকতার ছোঁয়া লাগলে এখানে সারা বছরই বাচ্চাদের আনাগোনা বাড়বে। পার্কটি আবার প্রাণ ফিরে পাবে।
 উল্লেখ্য, সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী শিশু পার্কের সৌন্দর্য বর্ধনে কিছু সংস্কার কাজ করা হয়েছে ও বাচ্চাদের জন্য নতুন একটি রাইড বসানো হয়েছে।

 

ইউনিয়ন পরিষদ যেন জন্ম নিবন্ধন বিক্রির বাজার॥নিয়ন্ত্রণ হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে!
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী মোক্তারের আদালতে দোষ স্বীকার
 রাজবাড়ীতে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারীর সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ