ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
স্বাস্থ্য বিধি না মানা ও বেশী দামে আলু বিক্রির করায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-১৬ ১৩:৩০:৩৪
মাস্ক না পরে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় এবং অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে গত ১৫ই নভেম্বর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ৮জনকে জরিমানা করেছে -মাতৃকণ্ঠ।

মাস্ক না পরে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় এবং অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ৮জনকে জরিমানা করেছে।
  জানা গেছে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে গত ১৫ই নভেম্বর সন্ধ্যায় রাজবাড়ী বাজারের কাপড় বাজার ও কাঁচামালের বাজারে ভ্রাম্যমাণ আদালত পারিচালনা করেন। এ সময় মাস্ক না পরে স্বাস্থ্য বিধি ভঙ্গের দায়ে ৭জনকে ১শত টাকা করে এবং অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে একজন সবজি বিক্রেতাকে ৫ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। 

 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ