ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দ মোড়ে মাস্ক না পরায় ১০ জনের জরিমানা
  • আশিকুর রহমান
  • ২০২০-১১-১৭ ১৩:১৮:১০
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় গতকাল ১৭ই নভেম্বর বিকালে ভ্রাম্যমাণ আদালত াভিযান পরিচালনা করে -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীতে মাস্ক ব্যবহার নিশ্চিকরণের লক্ষ্যে তৎপর রয়েছে প্রশাসন। 
  এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ই নভেম্বর বিকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়া ১০ জনকে ২২শত টাকা জরিমানা করা হয়। 
  রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 
  এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণসহ মাস্ক পরার ব্যাপারে সচেতন করা হয়।
  ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ