ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দির বহরপুর বাজার ও বারুগ্রাম আশ্রয়ণ প্রকল্পে স্বাস্থ্য উপকরণ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১১-১৭ ১৩:২১:৩২
করোনার সংক্রমণ প্রতিরোধে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ১৭ই নভেম্বর বিকালে বহরপুর বাজার ও বারুগ্রাম আশ্রয়ণ প্রকল্পে স্বাস্থ্য উপকরণ মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

করোনার সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ১৭ই নভেম্বর বিকালে বহরপুর বাজার ও বারুগ্রাম আশ্রয়ণ প্রকল্পে স্বাস্থ্য উপকরণ(মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার) বিতরণ করা হয়। 

  বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা স্বাস্থ্য উপকরণগুলো বিতরণ করেন। এ সময় করোনার সংক্রমণ প্রতিরোধে সকলকে মাস্ক পরাসহ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। 

  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, মন্ত্রী পরিষদ সচিবের নির্দেশনায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ