ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
পাংশায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ উপলক্ষে যান্ত্রিক র‌্যালী
  • মোক্তার হোসেন
  • ২০২০-১১-১৯ ১৩:২৯:৫৪

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৯শে নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ উপলক্ষে যান্ত্রিক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 
  “প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি” প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ কর্মসূচির আয়োজন করে।
  জানা যায়, পাংশা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় পাংশা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন থেকে যান্ত্রিক র‌্যালী শুরু হয়। র‌্যালীটি পাংশা শহর ও উপজেলার বিভিন্ন বাজার ও সড়ক প্রদক্ষিণ করে। 
  এ সময় বাজার ও সড়কের জনবহুল এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্ব ও সেবা কার্যক্রম, অগ্নিকান্ড মোকাবেলায় করণীয়, ভূমিকম্পে নিরাপদ থাকতে করণীয়, বজ্রপাত থেকে নিরাপদ থাকতে করণীয়, গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় হ্যান্ডবিল বিতরণ করা হয়। সকাল সাড়ে ১১টায় শুরু করে দুপুর দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা।

 বালিয়াকান্দিতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস  নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
 কালুখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত
 গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সর্বশেষ সংবাদ