ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়লো ২৫ কেজি ওজনের ১টি বাগাইড় মাছ॥দাম ২২হাজার টাকা
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১১-২০ ১৩:৫৭:৪৫
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে ২৫ কেজি ওজনের ১টি বাগাইড় মাছ ধরা পড়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে ২৫ কেজি ওজনের ১টি বাগাইড় মাছ ধরা পড়েছে। 
  গতকাল ২০শে নভেম্বর ভোর রাতে অসেল হলদার নামে এক জেলের জালে বিশালাকৃতির বাগাইড় মাছটি ধরা পড়ে। পরে সে মাছটি দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে এলে নিলামে চান্দু মোল্লা নামে এক মৎস্য ব্যবসায়ী ৯শত টাকা কেজি দরে ২২ হাজার ৫শত টাকায় মাছটি কিনে নেয়। 
  জেলে অসেল হলদার বলেন, গতকাল শুক্রবার ভোর রাতে দৌলতদিয়ার ৬নং ফেরী ঘাটের অদূরে পদ্মা নদীতে মাছ ধরার সময় তার জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের রওশন মোল্লার আড়তে নিলামে মাছটি বিক্রি করে দেন। 
  মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি তিনি ১হাজার টাকা বা তার উপরে প্রতি কেজি হিসেবে বিক্রির আশা করছেন। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ