ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
পাংশা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৯-১৭ ২০:৫৮:৩৮

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৫ই সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
 পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আবু দারদা’র সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ(অবঃ) নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা মডেল থানার এসআই শাওন, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সুলতান মাহমুদ, পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেদা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।
 সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আবু দারদা বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজায় পাংশা উপজেলায় মোট ৯৮টি মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী টহলে থাকবে। আনসার ও ভিডিপি সদস্যরা পূজামন্ডপে অবস্থান করবে। সংশ্লিষ্ট কমিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করবে। পূজামন্ডপে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করতে হবে। বিজয়া দশমীতে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন নিশ্চিত করতে হবে।
 পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার বলেন, পাংশা বাজারে যানজট পরিস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। ফুটপাত থেকে দোকানীদের স্থানান্তর করে ফুটপাত পরিষ্কার করা জরুরী।
 পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেদা খাতুন বলেন, মোট ৫৪৮জন আনসার ও ভিডিপির সদস্য পূজামন্ডপে দায়িত্ব পালন করবে। এর মধ্যে ৩৫২জন পরুষ ও ১৯৬ জন মহিলা। অপরাপর বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন।
 জনপ্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

বিশ্ব যুব উৎসব ২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কালুখালীর রুমি
গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক ২টি মামলায় ২৪জন গ্রেফতার
পাংশা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ