ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে রণক্ষেত্রে পরিনত হলো ভাঙ্গা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৯-১৭ ২০:৫৯:২৫

 ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ থেকে সহিংসতায় পরিনিত হয় ভাঙ্গা উপজেলা সদর এলাকা। 
 এতে রনক্ষেত্রে রুপ নেয় এলাকাটি। বিক্ষুব্ধরা ইউএনও’র কার্যালয় এবং কৃষি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ভাংচুর করে। এছাড়া ভাঙ্গা থানা, হাইওয়ে থানা, অডিটরিয়াম ও পৌরসভায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে হাইওয়ে এবং ভাঙ্গা থানায় থাকা পুলিশের প্রায় ১৫টি গাড়ী ও মোটর সাইকেল ভাংচুর করে আগুন দেয়। 
 গতকাল ১৫ই সেপ্টেম্বর দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ভাঙ্গা গোলচত্বরে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার বিক্ষুদ্ধ জনতা লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেয়। কিছু বুঝে উঠার আগেই সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় বিক্ষুব্ধরা। এ সময় ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের বাঁধা দেওয়া হয়। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও মাইটিভির প্রতিনিধি সরোয়ার হোসেনসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। 
 সরেজমিনে দেখা যায়, ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে দুপুর ১টার দিকে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার বিক্ষুদ্ধ জনতা লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দিতে যায়। কিছু বুঝে উঠার আগেই সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় বিক্ষুব্ধরা। এ সময় উত্তেজিত জনতার ইট-পাটকেলে রক্তাক্ত অবস্থায় আর্মড পুলিশের সদস্যদের দৌড়ে ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আশ্রয় নেন। একপর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করে। পরে বিক্ষুব্ধরা ভাঙ্গা থানা পুলিশের ৫টি ডাবল কেবিন গাড়ী, একটি পুলিশী ট্রাক, ট্রাফিক পুলিশের দুইটি মোটর সাইকেল এবং হাইওয়ে পুলিশের একটি অ্যাম্বুলেন্সসহ ৬টি গাড়ী ভাংচুর করা হয়। 
 এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পিআইও ও কৃষি কর্মকর্তা কার্যালয়, পৌরসভা কার্যালয় এবং অডিটরিয়াম ভাংচুর করা হয়। 
 প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ১৫ই সেপ্টেম্বর সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভাঙ্গার আলগীতে হঠাৎ করেই আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করলে বেলা সাড়ে ১২টার দিকে অবরোধকারীরা ভাঙ্গা থানা ঘেরাওয়ের চেষ্টা করলে তা প্রতিহত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এরপর গ্রামবাসীদের অবরোধের সমর্থনে মাইকিং করে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পরে হাজার হাজার বিক্ষুব্ধরা ভাঙ্গা মোড়ে ঢাল, সড়কিসহ লাঠিসোঠা নিয়ে অবস্থান নেয়। 
 জানা গেছে, ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সাথে অন্তভুক্ত করার প্রতিবাদে গেজেট প্রকাশের পরেরদিন থেকে রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচী চালিয়ে আসছিল স্থানীয়রা। এতে টানা ৪দিন সকাল-সন্ধ্যা ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সকল ধরণের যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে কয়েক হাজার নানা শ্রেণীপেশার মানুষ। গত ১৪ই সেপ্টেম্বর সকাল থেকে ভাঙ্গা সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকে পুনরায় তিনদিনের সকাল-সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচী ঘোষণা করলে আন্দোলনের সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম.ম সিদ্দিক মিঞাকে গত ১৩ই সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে আটক করে ডিবি পুলিশ। 
 পরের দিন গত ১৪ই সেপ্টেম্বর দুপুরে এ ঘটনায় ভাঙ্গা থানার উপপরিদর্শক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞা (৬০)কে ১নম্বর আসামী ও হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খোকন মিয়া (৫০)কে দুই নম্বর আসামী করে ৯০ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে। মামলার পর থেকেই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল ১৫ই সেপ্টেম্বর সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত স্বাভাবিকভাবে যানবাহন চলছিল। তারপর বেলা ১টার দিকে বিক্ষুব্ধ জনতা সরকারী সকল স্থাপনায় হামলা চালালে ভাঙ্গা রনক্ষেত্রে পরিনত হয়। 
 এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, দুপুর দেড়টার দিকে প্রায় আটশো লোকজন হাইওয়ে থানায় প্রবেশ করে একটি অ্যাম্বুলেন্স, একটি রেকার গাড়ী, একটি জল কামানের গাড়ী, একটি জিপ গাড়ীসহ ৬টি গাড়ী এবং ৮টি মোটর সাইকেল ভাংচুর করে। এছাড়া হাইওয়ে থানার প্রতিটি কক্ষ ভাঙচুর করে হামলাকারীরা। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 
 সন্ধ্যায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন চলছে। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছি। তবে এখন পর্যন্ত কোন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ এ ব্যাপারে মামলা করবে।

 

 দাদশী ইউনিয়ন বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে যুবদলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত
 সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কলেজপাড়া জামে মসজিদে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
রাজবাড়ী-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডঃ নুরুল ইসলামের নির্বাচনী গণসংযোগ
সর্বশেষ সংবাদ