ঢাকা সোমবার, নভেম্বর ৩, ২০২৫
র‌্যাবের অভিযানে সদানন্দপুর থেকে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-২৫ ১৫:১৫:০০

র‌্যাবের অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর এলাকা থেকে ৩৫২ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেন(৩০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

  গতকাল ২৫শে নভেম্বর ভোরে উপ-অধিনায়ক মেজর গাফফারুজ্জামান ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি টিম অভিযান চালিয়ে সদানন্দপুর সোনালী ব্যাংক শাখার সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেল হোসেন দিনাজপুরের ফুলবাড়ীয়া উপজেলার বারকোনা স্তাবনগর গ্রামের সোলেমান হোসেনের ছেলে। উদ্ধারকৃত ফেনসিডিলসহ র‌্যাব তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।  

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে
হিসাব রক্ষক সমিতির ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগের আঞ্চলিক কমিটি গঠন
চীফ লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি
সর্বশেষ সংবাদ