র্যাবের অভিযানে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন সিরাজনগর টলটলি পাড়া এলাকা থেকে ৮৯ বোতল ফেনসিডিলসহ জাহিদ হাসান ডাবলু (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গত ২৬শে নভেম্বর দিবাগত রাত ১টার দিকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জাহিদ হাসান ডাবলু ওই এলাকার (সিরাজনগর টলটলি পাড়া) মৃত জামাত সরদারের ছেলে। উদ্ধারকৃত ফেনসিডিলসহ র্যাব তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।