ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
ফরিদপুরে সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর ইন্তেকাল
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২০-১১-২৮ ১৩:৩৩:৩২

ফরিদপুর শহরের কমলাপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সেকেন্দার আলী মন্ডল(৭২) গতকাল ২৮শে নভেম্বর ভোর রাত ৪টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
  মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
  একইদিন বাদ এশা কমলাপুরের মন্ডল বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
  তার মৃত্যুতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড, যশোর-এর সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম সাত্তার এবং এনজিও ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক প্রফেসর এম.এ সামাদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
  প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মন্ডল ১৯৭৩ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারী চাকরীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি কয়েকটি জেলার জেলা প্রশাসক, ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের(বিসিক) মহাপরিচালক এবং সর্বশেষ অতিরিক্ত সচিব পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন।

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ