ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪
আসন্ন রাজবাড়ী পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-০৪ ১৩:৪৫:৫০
ছবিতে প্রাপ্ত ভোটের ক্রমানুসারে এডঃ মোঃ উজির আলী শেখ, মহম্মদ আলী চৌধুরী, মোঃ আলমগীর শেখ তিতু, মোঃ হেদায়েত আলী সোহরাব, মোঃ রকিবুল হাসান পিয়াল, মোঃ সাইফুল ইসলাম সোহাগ, গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, আতিকুল ইসলাম চৌধুরী রতন, সাহিদা চৌধুরী তন্বী ও ইঞ্জিঃ মোঃ আমজা

আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারী ১০ জনের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ৪ঠা ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এর আগে নির্ধারিত সময়সীমা অনুযায়ী গত ২রা ডিসেম্বর বিকাল ৫টার পর্যন্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর মোট ১২জন মনোনয়ন প্রত্যাশী আবেদন পত্র জমা দিয়েছিলেন। পরে গত ৩রা ডিসেম্বর ২জন (পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাস সফি এবং কানিজ ফাতেমা) আবেদন পত্র প্রত্যাহার করে নেন। 

  ভোটাভুটিতে প্রার্থীদের মধ্যে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ ৩৭ ভোট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী ১৩ ভোট, পৌরসভার ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আলমগীর শেখ তিতু ৭ ভোট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোহরাব ৫ ভোট, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল ৩ ভোট, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ ৩ ভোট, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু ২ ভোট, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম চৌধুরী রতন ১ ভোট, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী ১ ভোট এবং জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেন কোন ভোট পাননি।

  জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ভোটগ্রহণ কমিটির আহ্বায়ক এডঃ মোঃ শফিকুল আজম মামুন জানান, পৌর মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ৩জনের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠাতে হবে। তাদেরকে বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে এই ভোটাভুটির অনুষ্ঠিত হয়। পৌর কমিটির ৭১ জনের পাশাপাশি যে সকল প্রার্থী পৌর আওয়ামী লীগের সদস্য নন তাদেরকেও প্রার্থী হিসেবে ভোট প্রদানের সুযোগ দেয়া হয়। এসব মিলে (কমিটির সদস্য ও আবেদনকারী) মোট ৭৮ জন ভোটারের মধ্যে ৭৪ জন তাদের ভোটাধিকার প্রদান করেন। ২টি ভোট বাতিল হয়।

  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় প্রার্থী বাছাইয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২/১ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের মূল্যায়নসহ প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হবে। 

রাজবাড়ী-১ আসনে নৌকা প্রত্যাশী ফ্রান্স প্রবাসী আশরাফুলের পক্ষে দলীয় মনোনয়ন ফরম দাখিল
চন্দনীতে ঘোষণা : রাজবাড়ী-১ আসনে মনোনয়ন চাইবেন আকবর আলী মর্জি
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব-সেক্রেটারী আসাদ
সর্বশেষ সংবাদ