ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার এতিমখানায় সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-২২ ১৮:৫২:৪৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গতকাল ২২শে মে রাজবাড়ী জেলার সকল উপজেলার এতিমখানাগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গতকাল ২২শে মে রাজবাড়ী জেলার সকল উপজেলার এতিমখানাগুলোতে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। 
  পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র অনুপ্রেরণায় এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করেন যশোর সেনানিবাসের ‘দুর্ধর্ষ দশ’-এর সেনা সদস্যরা। জনসেবামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি এবার পিতা-মাতাহীন কোমলমতি শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা ও তাদের মুখে হাসি ফোটানোর প্রয়াস হাতে নেন সেনাবাহিনীর সদস্যরা।           

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ