ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছে সোয়া ৩ লাখ আমেরিকান
  • যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু
  • ২০২০-১২-২২ ১৩:০৮:০৫

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ১দিনে আরো প্রায় ২হাজার মানুষের মৃত্যু ঘটেছে। এর ফলে এ পর্যন্ত মৃতের সংখ্যা সোয়া ৩ লাখ ছাড়িয়েছে। 

  আমেরিকার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১০৯ জন আমেরিকান করোনায় আক্রান্ত হয়েছেন। এতে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৭১৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৪১ জন। এ নিয়ে প্রাণহানী বেড়ে ৩ লাখ ২৬ হাজার ৭৭২ জনে ঠেকেছে। 

  অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজারের বেশী ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৮ লাখ ২ হাজার ৪৯৬ জনে পৌঁছেছে।

  চলতি বছরের ২১শে জানুয়ারী শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয়, নিউইয়র্ক, জর্জিয়া, পেনসিলভেনিয়া ও নিউজার্সি, উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোনা, ওহিও, মিশিগান-এসব অঙ্গরাজ্যগুলো সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। 

 
রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ