ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
র‌্যাবের অভিযানে মধুখালী থেকে ফেন্সিডিলসহ পাচারকারী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-২৪ ১৪:১৫:২৫
র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ২৩শে ডিসেম্বর মধুখালী উপজেলার আড়কান্দি থেকে ৭৭০ বোতল ফেনসিডিলসহ রুস্তম ফকির নামে এক মাদক পাচারকারী গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি থেকে ৭৭০ বোতল ফেনসিডিলসহ রুস্তম ফকির(৫০) নামে এক মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে। 

  গত ২৩শে ডিসেম্বর র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মাদক পাচারের কাজে ব্যবহৃত স্যালো মেশিন চালিত একটি নছিমন গাড়ী জব্দ করা হয়। গ্রেফতারকৃত রুস্তম ফকির নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার শিবপাড়া গ্রামের মৃত শুকুর ফকিরের ছেলে। উদ্ধারকৃত ফেনসিডিলসহ র‌্যাব তাকে মধুখালী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ