ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাজবাড়ী পৌর জাতীয় পার্টির সভায় মেয়র পদে প্রার্থী চূড়ান্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-২৬ ১৫:৩৪:০১
আসন্ন পৌরসভার নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির কার্যালয়ে পৌর কমিটির উদ্যোগে গতকাল ২৬শে ডিসেম্বর সন্ধ্যায় নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

আসন্ন পৌরসভার নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির কার্যালয়ে পৌর কমিটির উদ্যোগে গতকাল ২৬শে ডিসেম্বর সন্ধ্যায় নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
  এর আগে জেলা জাতীয় পার্টির সভায় পৌর কমিটির সাধারণ সম্পাদক কে.এ রাজ্জাক মেরীনকে আসন্ন পৌরসভার নির্বাচনে জাতীয় পার্টি থেকে একক মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।
  নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মমিন।
  পৌর জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান চাঁদের সভাপতিত্বে নির্বাচনী প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক ডাঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্কাস আলী বাবু, অর্থ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান খান, পৌর ৮নং ওয়ার্ড কমিটির সভাপতি সন্তোষ ভৌমিক, ৫নং ওয়ার্ড কমিটির সভাপতি তারিকুল ইসলাম, ১নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদ, জাতীয় যুব সংহতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি ইকবাল হায়দার মিলন, জাতীয় রিক্সা শ্রমিক পার্টির নেতা মোতালেব প্রামানিক ও জাতীয় পার্টির ৯নং ওয়ার্ড সদস্য শাহিনুর রহমান শাহিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
  এ সময় পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল হক বাবলু, ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম নজু, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  প্রস্তুতি সভা পরিচালনা করেন পৌর কমিটির সাধারণ সম্পাদক কে.এ রাজ্জাক মেরীন।

 

গোয়ালন্দে সরকারী কামরুল ইসলাম কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন
রাজবাড়ীর রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায় মন্ত্রী জিল্লুল হাকিম
রাজবাড়ী-১ আসনে নৌকা প্রত্যাশী ফ্রান্স প্রবাসী আশরাফুলের পক্ষে দলীয় মনোনয়ন ফরম দাখিল
সর্বশেষ সংবাদ