ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
গোয়ালন্দে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০১-০৬ ১৩:৫০:২০
ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ৬ই জানুয়ারী সকালে গোয়ালন্দে ৭৩ পাউন্ডের কেক কাটা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

  এ উপলক্ষে গতকাল ৬ই জানুয়ারী সকালে প্রথমে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনার পর আনুষ্ঠানিকভাবে ৭৩ পাউন্ডের একটি কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। 

  গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম খান, সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর অওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সেলিম মুন্সী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, নাজিমুল হক বৃটেন, সাবেক সহ-সভাপতি আল মাহমুদ মিশা, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা, কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসাইনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 
 বালিয়াকান্দিতে বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসনের আয়োজন প্রস্তুতিমূলক সভা
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
দৌলতদিয়ায় বাস থেকে ফেন্সিডিলসহ যাত্রী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ