ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস গতকাল ৮ই জানুয়ারী দুপুরে পৌর কাউন্সিলরদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়াস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এ সময় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডঃ শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।