ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
পাংশায় আউট অব স্কুল টিলড্রেন এডুকেশন প্রোগ্রামের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২১-০১-১৮ ১৩:৪৭:১০
পাংশা উপজেলায় গতকাল সোমবার আউট অব চিলড্রেন কর্মসূচীর অবহিতকরণ কর্মশালায় উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল ১৮ই জানুয়ারী সকালে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) বাস্তবায়ন বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

  উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় রাজবাড়ীর দারিদ্র মোচন প্রচেষ্টা(ডি.এম.পি) আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।

  প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী ও রাজবাড়ী জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস বক্তব্য রাখেন।

  অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, এটিও অঞ্জলী রানী প্রামানিক ও সংস্থার রাজবাড়ীর প্রোগ্রাম হেড খোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

  স্বাগত বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান এবিএম রোকনুজ্জামান। উপস্থাপনা করেন সংস্থার উপজেলা ম্যানেজার সেলিম আহমেদ। কর্মশালায় সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহের সাথে সমন্বয় করে সমন্বিত প্রচেষ্টায় কর্মসূচী বাস্তবায়নের গুরুত্বারোপ করা হয়।

  কর্মশালায় জনপ্রতিনিধি ও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 
 গোয়ালন্দে তারুণ্যের উৎসব ফুটবলে চ্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভা দল
পাংশায় নিরাপদ গুড় উৎপাদন ও বিক্রয় বিষয়ক প্রশিক্ষণ
 বালিয়াকান্দিতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস  নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ