করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকা প্রবাসী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের স্বরোজিত বিশ্বাসের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বরোজিত বিশ্বাস গত ১মাস যাবৎ যুক্তরাষ্ট্রের সেন্টিলিনা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। করোনা পজেটিভ হলেও পরে রিপোর্ট নেগেটিভ হয়েছিল। কিন্তু নিউমোনিয়া ও লান্সে ইনফেকশন হয়ে বাংলাদেশ সময় গত ১৭ই জানুয়ারী দুপুর আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার শেষকৃত্য কালুখালীর বোয়ালিয়ার গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হবে এবং মৃতদেহ আগামী শুক্রবার নাগাদ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, স্বরোজিত বিশ্বাস যুক্তরাষ্ট্রে যাবার পূর্বে রাজবাড়ীতে ঠিকাদারী ব্যবসায় যুক্ত ছিলেন।