রাজবাড়ী জেলা থেকে বিভিন্ন সময়ে হারানো দামী ব্র্যান্ডের ৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছে জেলা পুলিশ। গতকাল ১৮ই জানুয়ারী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান তার কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।