তৃতীয় ধাপে আগামী ৩০শে জানুয়ারী অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা নির্বাচনের আগে-পরের ৭দিন বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করে গত ১৪ই জানুয়ারী জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম কর্তৃক গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পাংশা পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের পূর্ববর্তী ২দিন হতে ভোট গ্রহণের পরবর্তী ৫দিন পর্যন্ত অস্ত্রের লাইসেন্সধারীগণ কর্তৃক অস্ত্রসহ চলাচল করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। যারা এ আদেশ লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।